গুচ্ছের ফল পুনর্নিরীক্ষার ফি যে কারণে ২ হাজার টাকা

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফল পুনর্নিরীক্ষার আবেদন ফি ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফল পুনর্নিরীক্ষার ফি এক হাজার টাকা হলেও গুচ্ছের ফল পুনর্নিরীক্ষার ফি দ্বিগুন হওয়ায় সমালোচনাই বেশি।

বিষয়টি নিয়ে শনিবার (৬ নভেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসের কথা হয় গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সাথে।

ফল পুনির্নিরীক্ষার আবেদন ফি ২ হাজার টাকা রাখার কারণ হিসেবে তিনি জানান, অন্যান্য জায়গায় ফল পুনর্নিরীক্ষার আবেদন ফি কম রাখা হলেও তারা সেটি ফেরত দেয়না। কিন্তু আমরা আবেদন ফি ফেরত দেব। পুনর্নিরীক্ষার পর যাদের ফল পরিবর্তন হবে তাদের আবেদন ফি ফেরত দেয়া হবে। সেজন্য আমাদের আবেদন ফি বেশি রাখা হয়েছে।

এর আগে শনিবার সকালে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এক নির্দেশনায় বলা হয়, ফল পুনর্নিরীক্ষার আবেদনের সময়সীমা ৭ নভেম্বর দুপুর ১২ টা হতে ১১ নভেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি ২ হাজার টাকা। পুন:নিরীক্ষণের ফলাফল আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। পুন:নিরীক্ষণ শেষে ফল পরিবর্তন হলে সমুদয় টাকা ফেরত দেয়া হবে।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর ‘এ’ ইউনিট এবং ২৪ অক্টোবর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয় ২০ অক্টোবর আর ‘বি’ ইউনিটের ২৬ অক্টোবর।


সর্বশেষ সংবাদ