‘সি’ ইনিউটের ফল প্রকাশ নিয়ে গুচ্ছ কমিটির সভা রাত ৯টায়

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী   © ফাইল ফটো

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে 'সি' ইউনিটের ফল প্রকাশ নিয়ে আজ রাত ৯টায় সভা করবে টেকনিক্যাল কমিটি৷ সভায় সিদ্ধান্ত নেয়া হলে আজ রাতেই ফল প্রকাশ করা হতে পারে।

বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিশন সদস্য সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান।

তিনি বলেন, 'সি' ইউনিটের ফল প্রকাশ নিয়ে আজ রাত ৯টায় টেকনিক্যাল কমিটির সভা রয়েছে। সেখানে ফল প্রকাশের সময় নির্ধারণ করা হবে। সভায় সিদ্ধান্ত হলে আজ রাতেই 'সি' ইউনিটের ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

এর আগে গত সোমবার (১ নভেম্বর) দেশের ২২টি কেন্দ্রে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য ৩৩ হাজার ৪৩৭ জন আবেদন করেছিলেন।


সর্বশেষ সংবাদ