০৩ নভেম্বর ২০২১, ১২:২৬

ঢাবির ‘ক’ ইউনিটে প্রথম আজিজুল হক কলেজের সিয়াম

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় এ ফল প্রকাশ করা হয়। এ বছর ‘ক’ ইউনিটে পাসের হার ১০.৭৬ শতাংশ। আর পাশ করেছেন ১০ হাজার ১৬৫ জন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন। এবার ‘ক’ ইউনিটে প্রথম স্থান অধিকার করেছেন মেফতাহুল আলম সিয়াম নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী। 

ভর্তি পরীক্ষায় সিয়ামের প্রাপ্ত নাম্বার ৯৭ দশমিক ৭৫। ১২০ নম্বরের মধ্যে তার মোট স্কোর: ১১৭ দশমিক ৭৫। তিনি বগুড়া আজিজুল হক সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।