গুচ্ছের ‘বি’ ইউনিটের ফলে অসংগতি পায়নি টেকনিক্যাল কমিটি

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী   © ফাইল ফটো

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে 'বি' ইউনিটের ফলে কোনো অসংগতি পায়নি গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটি।

টেকনিক্যাল কমিটির আহবায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, ফল প্রকাশের পর শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে 'বি' ইউনিটের ফল কিছু সময়ের জন্য স্থগিত রাখা হয়েছিল। আমরা প্রকাশিত ফলে কোনো অসংগতি পায়নি।

তিনি বলেন, শিক্ষার্থীরা অনেক সময় ওএমআর শিটের বৃত্ত সঠিকভাবে ভরাট করে না। সেজন্য কম্পিউটার সেগুলো রিড করতে পারেনা। এটি তাদের ভুল। এখানে আমাদের করার কিছু নেই।

অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর আরও বলেন, যাদের ফল নিয়ে সমস্যা মনে হচ্ছে তাদের আমরা ফল পুনর্নিরীক্ষার আবেদন করার। এক্ষেত্রে শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট আবেদন ফি জমা দিতে হবে। এটি শিক্ষার্থীদের সাধ্যের মধ্যেই রাখা হবে।

 


সর্বশেষ সংবাদ