‘কম্পিউটারের মাধ্যমে ফল তৈরি, ভুল হওয়ার প্রশ্নই ওঠেনা’

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী   © ফাইল ফটো

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফল প্রকাশের পর থেকেই নানা গড়মিলের অভিযোগ তুলেছেন ভর্তিচ্ছুরা।

তবে পরীক্ষার্থীদের এসব অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান।

তিনি বলেন, অনেক শিক্ষার্থী ওএমআর পূরণ করতে ভুল করে। অর্ধেক ভরাট করলে কিংবা অস্পষ্ট হলে সেটি কম্পিউটার রিড করতে পারেনা। ফলাফল সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে তৈরি করা হয়েছে। ভুল হওয়ার প্রশ্নই ওঠেনা।

তিনি আরও বলেন, যারা মনে করছেন তাদের ফল নিয়ে সমস্যা আছে তারা একটু অপেক্ষা করেন। আমরা ফল পুনর্নিরীক্ষার সুযোগ দেব। নির্দিষ্ট ফি পরিশোধ করে যে কেউ ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবেন।


সর্বশেষ সংবাদ