গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল বিকেলে

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী   © ফাইল ফটো

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের জন্য নির্ধারিত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ বিকেল ৫টার পর প্রকাশ করা হবে। মঙ্গলবার (২৬ অক্টোবর) গুচ্ছ কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহবায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।

তিনি বলেন, আজ আমাদের একটি সভা ছিল। 'বি' ইউনিটের ফল প্রস্তুত হওয়ায় আজই তা প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়। বিকেল ৫টার পর ভর্তিচ্ছুরা ওয়েবসাইটে ফল দেখতে পারবেন।

অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর আরও বলেন, 'বি' ইউনিটে পরীক্ষার্থী উপস্থিতি হার ছিল ৯৪ দশমিক ৬৩ শতাংশ। পাঁচজনের ফল আমরা দিতে পারিনি। এদের মধ্যে তিনজনের ওএমআর পরীক্ষা কেন্দ্রের রিপোর্টের কারণে বাতিল করা হয়েছে।

এর আগে গত রোববার (২৪ অক্টোবর) 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের ২২টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 'বি' ইউনিটে ৬৭ হাজার ১১৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করেছিলেন।


সর্বশেষ সংবাদ