ঢাবি ভর্তি: ‘ক’ ইউনিটের ফল চলতি মাসেই
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ অক্টোবর ২০২১, ০১:১১ PM , আপডেট: ২০ অক্টোবর ২০২১, ০১:৪১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল চলতি মাসেই প্রকাশ করা হবে। ইতোমধ্যে এমসিকিউ অংশের উত্তর দেখা শেষ হয়েছে। লিখিত অংশের উত্তর দেখার কাজ চলমান রয়েছে। এটি শেষ হলেই ফল প্রকাশ করা হবে।
ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ‘ক’ ইউনিটের লিখিত অংশের খাতা দেখার কাজ অনেকটাই শেষের পথে। তবে এটি একবার দেখার পর পুনরায় চেক করা হবে। খাতা সঠিকভাবে মূল্যায়ন করার জন্যই দ্বিতীয়বার দেখা হবে। সেজন্য কিছুটা সময় লাগছে। আগামী সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শেষে চলতি মাসেই ফল প্রকাশ করা হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিহির লাল সাহা বুধবার (২০ অক্টোবর) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ক’ ইউনিটের পরীক্ষার্থীর সংখ্যা অনেক ছিল। তাই উত্তরপত্র মূল্যায়ন এখনও শেষ হয়নি। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ শিক্ষার্থীদের ‘প্রোপার ইভালুয়েশন’ করে আনতে চাই। তাই একটু সময় লাগছে। আশা করছি, এ মাসের শেষের দিকে ফল জানাতে পারবো।
এর আগে গত ১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাসকহ আটটি বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ হাজার ৮১৫ আসনের বিপরীতে মোট ১ লাখ ১৭ হাজার ৯৫৭ জন শিক্ষার্থী এবার ‘ক’ ইউনিটে আবেদন করেছিলেন। ফলে ইউনিটটিতে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৬৪ দশমিক ৯৯ জন পরীক্ষার্থী।
‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ঢাবিতে ৫৮ হাজার ৬০৩ জন, চবিতে ১১ হাজার ২১৭ জন, রাবিতে ১৪ হাজার ৩২৮ জন, খুবিতে ৮ হাজার ৯২২ জন, শাবিপ্রবিতে ৩ হাজার ৩০৫ জন, বেরোবিতে ১০ হাজার ৩৫১ জন, ববিতে ৩ হাজার ৪২৫ জন, বাকৃবিতে ৭ হাজার ৮০৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।