রাবির ‘সি’ ইউনিটের দ্বিতীয় গ্রুপে সবার সেরা সিফাত

মো. মোসাইব হাসান সিফাত
মো. মোসাইব হাসান সিফাত  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। আজ রবিবার (১০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

এই ইউনিটের (কৃষি ও বিজ্ঞান অনুষদ) অধীনে রয়েছে ১ হাজার ৬১২টি আসন। এই ইউনিটের তিনটি গ্রুপ মিলিয়ে নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৪ হাজার ১৮৮ জন। এর মধ্যে উপস্থিত ছিল ৩৩ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ১০ হাজার ৭৪১ জন পরীক্ষার্থী।

এদিকে ফল বিশ্লেষনে দেখা গেছে, দ্বিতীয় গ্রুপে সবার সেরা হয়েছে মো. মোসাইব হাসান সিফাত। তার মেধা স্কোর ৯৪.২০। ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ছিল ৪২৬৩৯। তিনি নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন বলে জানা গেছে।

দ্বিতীয় গ্রুপে মোট পরীক্ষার্থী ছিলেন ১৪ হাজার ১৯৩ জন। এর মধ্যে ৩ হাজার ৯৮৯ জন উর্ত্তীণ হয়েছেন।


সর্বশেষ সংবাদ