মেডিকেল পুননিরীক্ষার ফল প্রকাশ

ভর্তি পরীক্ষা
ভর্তি পরীক্ষা   © ফাইল ফটো

২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার পুননিরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি ও ফল পুননিরীক্ষণে গঠিত সাব কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে টেলিটকের কাছে ফল হস্তান্তর করা হয়।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও  স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব।

তিনি বলেন, এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল পুননিরীক্ষার জন্য ৫ হাজার ১৯০ জন শিক্ষার্থী আবেদন করেছিল। তাদের পুননিরীক্ষায় তাদের কারো ফলই পরিবর্তন হয়নি। 

তিনি আরও বলেন, আমরা খুব সতর্কতার সাথে উত্তরপত্র পুনরমূল্যায়ন করেছি। ওএমআর মেশিনে ফল পুনরমূল্যায়ন করা হয়েছে। এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাছাড়া এবার বিষয়টি বুয়েট দেখভাল করছে। ফলে ভুল হওয়ার প্রশ্নই আসে না। 


সর্বশেষ সংবাদ