মেডিকেল ভর্তি কমিটি চাইলে সামগ্রিক ফল পুনর্মূল্যায়ন হতে পারে: ডিজি

ডা. এ এইচ এম এনায়েত হোসেন
ডা. এ এইচ এম এনায়েত হোসেন  © ফাইল ফটো

মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি চাইলে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার সামগ্রিক ফল পুনর্মূল্যায়ন করতে পারে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয় পরীক্ষা আয়োজক কমিটিই দেখভাল করে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান স্বাস্থ্য শিক্ষা অধদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন।

এর আগে গত ১১ এপ্রিল এমবিবিএস ভর্তি পরীক্ষার রেজাল্টে অসংগতির কথা জানিয়ে স্বাস্থ্য শিক্ষা অধদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীদের একটি অংশ। তাদের দাবি ভর্তি পরীক্ষায় যে উত্তরগুলো তারা পূরণ করেছেন, সে অনুযায়ী নম্বর তারা পাননি।

এ প্রসঙ্গে ডা, এ এইচ এম এনায়েত হোসেন বলেন, ভর্তি পরীক্ষার ফল মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীরা যে অসংগতির কথা তুলেছেন সে বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা শিক্ষার্থীদের স্মারকলিপি পেয়েছি। স্মারকলিপিটি ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির কাছে পাঠানো হয়েছে। তারা যদি মনে করেন সামগ্রিকভাবে ফল পুনর্মূল্যায়ন করতে হবে, তাহলে সেটি তারা করবেন। এছাড়া আমরা রেজাল্ট রিচেকের একটি ব্যবস্থা করেছি। যেটি আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে। ছাত্র-ছাত্রীরা চাইলে সেখানে আবেদন করতে পারবেন।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ১ লাখ ১৬ হাজার ৭৯২ জন অংশগ্রহণ করেন। পরীক্ষার একদিন পর ৪ এপ্রিল ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় ৪৮ হাজারেরও বেশি প্রার্থী উত্তীর্ণ হন। াার সরকারি মেডিকেলে পড়ার সুযোগ পান ৪ হাজার ৩৫০ জন।


সর্বশেষ সংবাদ