ঘরে বসে যেভাবে পাওয়া যাবে এইচএসসির ফল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © ফাইল ফটো

এইচএসসি ও সমামানের পরীক্ষার ফল পেতে সরকারি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান ফল প্রত্যাশীদের প্রি-রেজিস্ট্রেশন করার আহবান জানিয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলের প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ঘরে বসে ফল পেতে রেজিস্ট্রেশন করতে হবে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে। প্রি-রেজিস্ট্রেশন করতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডর নাম রোল লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিতে হবে।


সর্বশেষ সংবাদ