এলএলবি শেষ বর্ষের ফল প্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ জুন ২০২০, ০৬:০৬ PM , আপডেট: ০৪ জুন ২০২০, ০৬:১০ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের এলএলবি শেষ পর্বের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এ রেজাল্ট প্রকাশিত হয়।
আজ বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রকাশিত ফল সম্পর্কে কোন পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোন আপত্তি/অভিযোগ থাকলে ফল প্রকাশের ০১ (এক) মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে। অন্যথায় কোন আপত্তি/অভিযোগ গ্রহণযোগ্য হবে না। কোন কারণ দর্শনো ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ফল বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।