কারিগরি বোর্ডে পাসের হার ৭২.৭০%

  © ফাইল ফটো

এ বছর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার বেড়েছে। এবার পাসের হার ৭২ দশমিক ৭০ শতাংশ। গত বছর এ হার ছিল ৭২ দশমিক ২৪ শতাংশ। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে। 

এবার কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩১ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী ছিলেন। এরমধ্যে ৯৫ হাজার ৮৯৫ জন উত্তীর্ণ হয়েছেন। 

আজ রবিবার (৩১ মে) বেলা ১১টার পর সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী ডা. শিক্ষামন্ত্রী দীপু মনি এ তথ্য জানান। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেনসহ মন্ত্রণালয় ও বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।


সর্বশেষ সংবাদ