২৯ নভেম্বর ২০১৯, ১৪:৪৮

১৫তম শিক্ষক নিবন্ধনের ফল জানুয়ারিতে

নিবন্ধন পরীক্ষা  © ফাইল ফটো

জানুয়ারি মাসে ১৫তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এস এম আশফাক হুসেন।

গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। তিনি বলেন, আগামী ৫ জানুয়ারি ভাইভা শেষ হবে। ৬ জানুয়ারি থেকে প্রার্থীদের যাচাই-বাছাই শুরু হবে। এতে এক সপ্তাহ নাগাদ সময় লাগতে পারে। এরপর যেকোনো সময় ফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে ১৫ তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি মাসের ১২ তারিখ থেকে ১৫ তম শিক্ষক নিবন্ধনের ভাইভা শুরু হয়েছে। ৫ জানুয়ারি পর্যন্ত ভাইভা চলবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ স্কুল ও কলেজ পর্যায়ের ১৩ হাজার ৩৪৫ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করছেন।