ঢাবির বিজ্ঞান ইউনিটে পাসের হার ৮.৮৯ শতাংশ, উত্তীর্ণ ৯৭২৩
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ০২:৫৬ PM , আপডেট: ২৮ মার্চ ২০২৪, ০৪:৪৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৮ দশমিক ৮৯ শতাংশ। এবার ভর্তি পরীক্ষায় ১ লাখ ৯ হাজার ৩৬৩ শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৯ হাজার ৭২৩ জন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ৩টার পর অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এ ফলাফল প্রকাশ করেন।
এই ইউনিটেরে ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন প্রতীক রসুল। তিনি রাজধানীর নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন। পরীক্ষায় মোট ১২০ নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর ১১১.২৫। ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ছিল ১১০০৭৩৭।
বিজ্ঞান ইউনিটে মোট আসন ১ হাজার ৮৫১টি। তার মধ্যে মানবিক শাখা থেকে উত্তীর্ণদের জন্য ৫১টি, বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণদের জন্য ১ হাজার ৭৭৫টি, ব্যবসায় শিক্ষা শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন বরাদ্দ রাখা হয়েছে।