ঢাবির দুই ইউনিটের ভর্তি পরীক্ষার ফল হতে পারে একই দিনে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল একইদিনে প্রকাশিত হতে পারে। আগামী সপ্তাহে এ দুই ইউনিটের ফল প্রকাশ করা হতে পারে।
সোমবার (১৮ মার্চ) ঢাবির ফলাফল প্রস্তুত সংক্রান্ত কমিটির একাধিক সদস্যের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
ঢাবির ভর্তি কমিটির একটি সূত্র জানিয়েছে, আগামী ২৪ মার্চ কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ২৫ মার্চ ব্যবসায় শিক্ষা শাখা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে ভাবা হচ্ছে। তবে ২৫ মার্চ গণহত্যা দিবস হওয়ায় ২৪ মার্চ একইসঙ্গে দুই ইউনিটের ফল প্রকাশের চিন্তাভাবনা করা হচ্ছে।
ওই সূত্র আরও জানায়, একই সঙ্গে দুই ইউনিটের ফল প্রকাশ করা সম্ভব না হলেও ২৪ ও ২৫ মার্চ এই দুই ইউনিটের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। শিগগিরই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের সমন্বয়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষার্থীর সংখ্যা বেশি। তবুও আমরা নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ শেষ করার চেষ্টা করছি। ফল প্রকাশের সবকিছুই গুছিয়ে আনা হয়েছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার্থীরা ফলাফল পাবেন।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দেড় ঘণ্টার এ পরীক্ষা চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। আর ২৪ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।