বুটেক্স ভর্তি পরীক্ষায় প্রথম নটর ডেমের আমির হামজা আসিফ
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন আমির হামজা আসিফ। তিনি নটর ডেম কলেজের শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ৮টায় ভর্তিবিষয়ক ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ফলাফলে দেখা গেছে, ১০১৪৪৮১ নম্বরধারী আমির হামজা আসিফ মেরিট লিস্টের এক নম্বরে রয়েছেন। তিনি নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
জানতে চাইলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমির হামজা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমার এই সাফল্যে সবচেয়ে বড় ভূমিকা নটর ডেম কলেজের শিক্ষকদের। আমি আমার শিক্ষকদের কাছে কৃতজ্ঞ। তারা আমাদের যেভাবে গাইড করেছেন, সেটাই আজকের ফলাফল।
আমির হামজা ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হতে চান। তিনি এর আগেও একাধিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সাফল্য পেয়েছেন। হামজা মিলিটারি ইন্সটিটিউট অব টেকনোলজির ভর্তি পরীক্ষায় ৪৭তম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে হয়েছেন ৫ম।
বুটেক্সে এবার ১০টি বিভাগে মোট ৬০০ শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। বিভাগ ও আসনসংখ্যা- ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৮০, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৮০, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগে ৮০, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৮০।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে ৮০, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগে ৪০, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগে ৪০, ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০ এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০টি আসন আছে।