চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কলা ও মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ইউনিটের ফলাফল প্রকাশিত হয়। বিস্তারিত ফলাফল পরীক্ষার্থীরা প্রোফাইলে লগইন করে পরবর্তীতে দেখতে পারবেন। এছাড়া এক ক্লিকের মাধ্যমে এখানেও ফল দেখা যাবে।

এর আগে গত শুক্রবার (৮ মার্চ) সকাল ১০ টায় দেশের তিনটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয় চবি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে মোট আবেদনকারীর ৮৮.১৩ শতাংশ শিক্ষার্থী অংশ নেয়।

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন মোট ৬৫ হাজার ২৬৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নেন ৫৭ হাজার ৫২২ জন শিক্ষার্থী।

চবির এবারের ভর্তি পরীক্ষায় চবির চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটের মোট চার হাজার ৯২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৪৩ হাজার ৫৫৫ জন শিক্ষার্থী। সে হিসেবে এবার আসনপ্রতি লড়ছেন ৪৯ জন শিক্ষার্থী।


সর্বশেষ সংবাদ