২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৬

ঢাবির কলা ও সামাজিক ইউনিটের ফল কবে, যা জানালেন সমন্বয়ক

ঢাবি অধ্যাপক জিয়া রহমান  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে শুরু হয়ে দেড় ঘণ্টার এ পরীক্ষা চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এ পরীক্ষায় ভর্তিচ্ছুদের উপস্থিতির হার ছিল প্রায় ৯০ শতাংশ।

ভর্তিচ্ছুদের উত্তরপত্র মূল্যায়ন শেষে এই ইউনিটের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের সমন্বয়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান। পরীক্ষা শেষে শুক্রবার সন্ধ্যায় তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান।

এদিন সকাল ১১টায় ঢাকাসহ দেশের আট বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক অনুষদের ভর্তি পরীক্ষা শুরু হয়। এবার এই ইউনিটে মোট আবেদন জমা পড়েছে এক লাখ ১২ হাজার ২৭৪টি। এর মধ্যে মানবিক বিভাগ থেকে ৫১ হাজার ৩৯১, বিজ্ঞান বিভাগ থেকে ৪৮ হাজার ৮৩৪ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১২ হাজার ৪৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্য মতে, বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলে ভর্তি পরীক্ষা। মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ অংশের জন্য বরাদ্দ ছিল ৪৫ মিনিট। ৪০ নম্বরের লিখিত অংশের জন্য বরাদ্দ ছিল ৪৫ মিনিট।

মোট ১২০ নম্বরের ভিত্তিতে ভার্তিচ্ছুদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক ও সমমান এবং উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফলের ওপর রয়েছে ২০ নম্বর।

আরও পড়ুন: ঢাবির ব্যবসায় ইউনিটের পরীক্ষা কাল, আসনপ্রতি ৩৬ ভর্তিচ্ছু

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ নিয়ে অধ্যাপক জিয়া রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এমসিকিউ ও লিখিত দুইটি অংশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথমে আমরা এমসিকিউ অংশের কাজ শেষ করবো। এখানে যারা পাস করবে শুধুমাত্র তাদের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করবো।

তিনি বলেন, দুইটি অংশে পরীক্ষা হওয়ায় স্বাভাবিকভাবে ফল প্রকাশে একটু সময় লাগতে পারে। এছাড়া এবারে বিগত বছরের চেয়ে ভর্তিচ্ছুর সংখ্যাটাও কিছুটা বেড়েছে। তবে বিগত বছরগুলোতে যে সময়ের মধ্যে ফল প্রকাশ করা হয়েছে, এবারও আমরা সে স্ট্যান্ডার্ড ধরে রাখার চেষ্টা করবো।

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ৬ মে। ভর্তি পরীক্ষার ১ মাস ১ দিনের মধ্যে এই ইউনিটের ফলাফল প্রকাশিত হয়।

এছাড়া ২০২১-২২ শিক্ষা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২২ সালের ৪ জুন। এরপর মাত্র ২৩ দিনের মধ্যে ২৭ জুন ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে কর্তৃপক্ষ।