পূর্ণ নম্বরে পরীক্ষা হওয়ায় জিপিএ-৫ কিছুটা কম: শিক্ষামন্ত্রী
চলতি বছরে জিপিএ-৫ কমে যাওয়ার কারণ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এবারে সব বিষয়ে এবং পূর্ণ নম্বরে পরীক্ষা হয়েছে। এজন্য গতবারের চেয়ে এবারে পাসের এবং জিপিএ-৫ কিছুটা কম।
রবিবার (২৬ নভেম্বর) বেলা আড়াইটায় সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী দীপু মনি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
চলতি বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ, যা গতবছর ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। আর এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ৯২ হাজার ৫৯৫ জন, গতবছর পেয়েছিল ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন।
কম জিপিএ-৫ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, যখন বিষয় কম, কম সময়ে পরীক্ষা হয়েছে তখন সবার প্রস্তুতি অনেক ভালো। আর এবার সব বিষয়ে হয়েছে, পূর্ণ সময়ে হয়েছে। জিপিএ-৫ এর ক্ষেত্রে একটা বিস্তর ফারাক হতেই পারে। এটা একেবারেই অস্বাভাবিক নয়।
তিনি আরও বলেন, আসলে এবারের সংখ্যার সঙ্গে তুলনা করতে হবে করোনা পূর্ববর্তী সময়ের সঙ্গে। সেই সময়ের সঙ্গে তুলনা করলে আগের চেয়ে ফলাফল আসলে একটু ভালো হয়েছে।