কারিগরি বোর্ডে পাশের হার ৮৬ দশমিক ৩৫
চলতি বছরের এসএসসি পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডে ৮৬ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবার এই পাসের হার ছিল ৯৪ দশমিক ৪১ শতাংশ। এবার কারিগরি বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ১৮ হাজার ১৪৫। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ১৮ হাজার ৬৫৫ জন শিক্ষার্থী। এবার পাশের হার ও জিপিএ-৫ কমেছে কারিগরি বোর্ডে।
আজ শুক্রবার সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো কর্মকর্তারা।
আরও পড়ুন: জিপিএ-৫ কমেছে ৮৬ হাজার
চলতি বছর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ২২ হাজার ৪৪৪ জন।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস করেছে ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী। গতবার এই পাসের হার ছিলো ৮৭ দশমিক ৪৪ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন।