২৩ মে ২০২৩, ২১:৪০

এক ক্লিকেই দেখুন গুচ্ছের বি ইউনিটের ফল

পরীক্ষার্থী  © ফাইল ফটো

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫৩ হাজার ২৯৬ জন। আর অকৃতকার্য হয়েছেন ৪১ হাজার ৩৪৮ জন।

মঙ্গলবার (২৩ মে) রাত সাড়ে ৯টায় গুচ্ছ ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা ওয়েবসাইটে এপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে ফল দেখতে পারছেন।

বি ইউনিটের ফল দেখতে এখানে ক্লিক করুন

প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, বি ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন সিসরাত জাহান। পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৯৩ দশমিক ২৫। এছাড়া পরীক্ষায় ৯০ কিংবা তার চেয়ে বেশি পেয়েছেন ২ জন। 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৮০ কিংবা এর উপরে নম্বর পেয়েছেন ১০৩ জন, ৭৫ কিংবা এর উপরে ৩৪৫ জন, ৭০ কিংবা এর উপরে ৯৯১, ৬৫ কিংবা এর উপরে ২ হাজার ৩৩৩, ৬০ কিংবা এর উপরে ৪ হাজার ৮৪১, ৫৫ কিংবা এর উপরে ৮ হাজার ৯৮৫, ৫০ কিংবা এর উপরে ১৪ হাজার ৯৭০, ৪৫ কিংবা এর উপরে ২২ হাজার ৫৮৩, ৪০ কিংবা এর উপরে ৩১ হাজার ৭৩৬, ৩৫ কিংবা এর উপরে ৪২ হাজার ০৪৫, ৩০ কিংবা এর উপরে ৫৩ হাজার ২৯৬ আর ৩০ এর নিচে পেয়েছেন ৪১ হাজার ৩৩৮ জন।