১২ মার্চ ২০২৩, ১৭:৫৯

নিউরোলজিস্ট হতে চান মেডিকেলে প্রথম রাফসান

রাফসান জামান  © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থী রাফসান জামান। দেশ সেরা এই মেধাবী ভবিষ্যতে একজন নিউরোলজিস্ট হতে চান।

রোববার (১২ মার্চ) ফল প্রকাশের পর গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আগ্রহের কথা জানান দেশ সেরা এই মেধাবী।

রাফসান জামান বলেন, ছোটবেলা থেকেই আমার মেডিকেলে পড়ার ইচ্ছা ছিল। নিজেকে সেভাবেই প্রস্তুত করেছি। পরীক্ষা ভালো দিয়েছিলাম। তাই আশা ছিল ভালো করার। তবে এত ভালো করবো সেটি ভাবতে পারিনি। এজন্য সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞ।

এমন ফলাফল আমার লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে জানিয়ে তিনি আরও বলেন, আমি নিউরোলজিস্ট হতে চাই। মেডিকেলে প্রথম হওয়ার বিষয়টি আমার লক্ষ্যে এগিয়ে যেতে আমাকে সহায়তা করবে। ভবিষ্যতেও যেন ভালো ফলাফলের এমন ধারা অব্যাহত রাখতে পারি।

এর আগে রোববার (১২ মার্চ) দুপুর দুইটায় সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, মেডিকেল ভর্তি পরীক্ষায় এবার পাস করেছেন ৪৯ হাজার ১৯৪ জন শিক্ষার্থী। এরমধ্যে মেয়ে শিক্ষার্থী ২৮ হাজার ৩৮১ জন এবং ছেলে শিক্ষার্থী ২০ হাজার ৮১৩ জন।

তিনি বলেন, গত বছরের চেয়ে এবার পাসের হার কিছুটা কম। গত বছর সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এবার পূর্ণাঙ্গ সিলেবাসে ভর্তি পরীক্ষা হয়েছে। সেজন্য গতবারের চেয়ে পাসের হার কম।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এবার ছেলেদের মধ্যে সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন ১ হাজার ৯৫৭। আর মেয়েদের মধ্যে ভর্তির সুযোগ পাবেন ২ হাজার ৩৯৩ জন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এবার ছেলেদের মধ্যে সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন ১ হাজার ৯৫৭। আর মেয়েদের মধ্যে ভর্তির সুযোগ পাবেন ২ হাজার ৩৯৩ জন।