ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে মেডিকেলের ফল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০৪:০১ PM , আপডেট: ১২ মার্চ ২০২৩, ০৪:০১ PM
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ফল ওয়েবসাইটে দেখা যাচ্ছে।
রোববার (১২ মার্চ) দুপুরে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনের দ্বিতীয় তলায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের উপস্থিত এ ফলাফল প্রকাশ করা হয়।
পকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, এবার পাস করেছেন ৪৯ হাজার ১৯৪ জন শিক্ষার্থী। এরমধ্যে মেয়ে শিক্ষার্থী ২৮ হাজার ৩৮১ জন এবং ছেলে শিক্ষার্থী ২০ হাজার ৮১৩ জন। এতে প্রথম স্থান দখল করেছেন রাফসান জামান।
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল দেখতে এখানে ক্লিক করুন
এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন এক লাখ ৩৯ হাজার ২১৭ জন শিক্ষার্থী। তবে পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৪০৪ জন। গত শুক্রবার (১০ মার্চ) সারা দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।