শতভাগ পাস ১৩৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে, ৫০টিতে সবাই ফেল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩১ PM , আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩১ PM
২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল মোট ৯ হাজার ১৩৯ টি শিক্ষা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে ১ হাজার ৩৩০টিতে শতভাগ শিক্ষার্থীই পাস করেছে। তবে এই সংখ্যা গত বছরের তুলনায় কমেছে। গত বছর ১ হাজার ৯৩৪টি শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠান ছিল।
অংশ নেওয়া এসব শিক্ষা প্রতিষ্ঠানে মধ্যে ৫০টিতে কোনও শিক্ষার্থীই পাস করতে পারেনি। এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা গতবছরের তুলনায় বেড়েছে। গত বছর ৫টি শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পাসের ছিল।