বরিশাল বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে

বরিশাল বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে
বরিশাল বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে  © সংগৃহীত

২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডের ৭ হাজার ৩৮৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এ বছর বোর্ডের ৮৬ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবছর এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডের ৯ হাজার ৯৭১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। সে বছর বোর্ডের ৯৫ দশমিক ৭৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। 

আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১৫ মিনিটে গণভবনে পূর্ণাঙ্গ ফলের সার-সংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

উল্লেখ্য, গত বছরের ৬ নভেম্বর সারাদেশে এক যোগে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখের কিছু বেশি।


সর্বশেষ সংবাদ