২০ অক্টোবর ২০২২, ১৬:২৫

গুচ্ছে গণিতে ১৫ নম্বর পেয়েছেন কতজন?

শিক্ষার্থী  © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় গণিত বিষয়ে ১৫ থেকে ২০ এর মধ্যে নম্বর পেয়েছে ২৫০ জন শিক্ষার্থী। গণিত বিষয়ের উত্তর করেননি ৩৫ হাজারের বেশি ভর্তিচ্ছু।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এক লাখ ৫৩ হাজার ৮৪৪ জন। এদের মধ্যে পাস করেছেন ৮৫ হাজার ৫৮২ জন। পাসকৃতদের মধ্যে গণিত বিষয়ের উত্তর করেছেন ৫০ হাজার ২৮০ জন। আর গণিত বিষয়ের উত্তর করেননি ৩৫ হাজার ৩০২ জন। 

ওই সূত্র আরও জানায়, গুচ্ছের ‘ক’ ইউনিটে গণিত বিষয়ে ১৫ থেকে ২০ এর মধ্যে নম্বর পেয়েছে ২৫০ জন। এছাড়া গণিতে ২০ এর ওপর নম্বর পেয়েছেন মাত্র দশজন শিক্ষার্থী।

‘ক’ ইউনিটের ফল বিশ্লেষণে দেখা গেছে, ৮০ নম্বরের ওপরে পেয়েছেন ৫০ জন, ৭০ এর ওপর এক হাজার ৬২১ জন, ৬০ এর ওপর পেয়েছেন ১০ হাজার ৩৪৬ জন, ৫০ এর ওপর ২৯ হাজার ২২২, ৪০ এর ওপর ৫৪ হাজার ৯৭৩, ৩০ এর ওপর পেয়েছেন ৮৫ হাজার ৫৮২ জন।

এদিকে গত ১৭ অক্টোবর থেকে গুচ্ছ ভর্তির আবেদন শুরু হয়েছে। আগামী ২৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের ফি জমা দেওয়া যাবে ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদনের সময় বাড়ানো হবে কিনা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।