এসএসসি-১৭: আবেদনে সমস্যা হওয়া ভর্তিচ্ছুদের ই-মেইল করতে হবে
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু হয়েছে। তবে ২০১৭ সালে এসএসসি পরীক্ষায় পাসকৃতরা আবেদন করতে গিয়ে সাবজেক্ট চয়েজ দিতে পারছেন না বলে অভিযোগ করেছেন। শিক্ষার্থীদের অভিযোগ আমলে নিয়ে সমস্যা হওয়া ভর্তিচ্ছুদের ইমেইল করতে বলেছে ভর্তি সংশ্লিষ্টরা।
ভর্তিচ্ছুদের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘ আন্দোলনের ফলে এবার গুচ্ছের সবগুলো বিশ্ববিদ্যালয়ে ২০১৭ সালে এসএসসি এবং ২০২০ সালে এইচএসসি উত্তীর্ণদের আবেদনের সুযোগ দেয় গুচ্ছ কমিটি। ইমপ্রুভমেন্টের শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হলেও তারা সাবজেক্ট চয়েজ দিতে পারছেন না বলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান।
শিক্ষার্থীরা বলছেন, যদি সাবজেক্ট চয়েজ দিতে না পারি তাহলে আবেদন করার সুযোগ দেওয়া হবে এটা কেন বলা হলো। আবেদনের সুযোগ দেওয়ার কথা বলে এভাবে তাদের সাথে প্রহসন করা ঠিক হয়নি। দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন তারা।
শিক্ষার্থীদের এমন অভিযোগ আমলে নিয়ে গুচ্ছের টেকনিক্যাল কমিটি বলছে, আবেদনে সমস্যা হলে জগন্নাথ বিশ্ববিদ্যোলয়ের আইসিটি সেলের সাথে যোগাযোগ করতে। কেন্দ্রীয়ভাবে তারাই ভর্তির সবকিছু মনিটর করছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আবেদনের ক্ষেত্রে এসএসসি পাসের সাল কোনো সমস্যা নয়। একজন শিক্ষার্থী যদি ২০২০ সালে এইচএসসি পাস করে থাকে তাহলে এ ধরনের সমস্যা হওয়ার কথা না। তারপরও যে সকল শিক্ষার্থীর সমস্যা হচ্ছে তারা আমাদের আইসিটি সেলের হেল্প ডেস্ক (helpdesk@ictcell.jnu.ac.bd) এর মেইলে অথবা আমাকে (uzzal@cse.jnu.ac.bd) সরাসরি মেইল করুক৷ আমরা বিষয়টি সমাধান করে দেব।