০৮ অক্টোবর ২০২২, ২৩:৩৮

আজ নয় আগামীকাল সাত কলেজের ২য় মনোনয়ন তালিকা প্রকাশ

সাত কলেজ   © সংগৃহিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিষয় ও কলেজ পছন্দের ২য়  মনোনয়ন তালিকা আগামীকাল প্রকাশ   করা হবে। 

৮ অক্টোবর (শনিবার) রাত এগারোটায় বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক এবং ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান। 

তিনি বলেন, আজ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের বিষয় ও কলেজ পছন্দের ২য় মনোনয়ন তালিকা প্রকাশের কথা থাকলেও কিছু শিক্ষার্থীর পেমেন্ট সংক্রান্ত সমস্যা থাকায় তা প্রকাশ করা হয়নি। তবে সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। কাল সকালে আবারও যাচাই-বাছাই করে ২য় মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, আসন খালি থাকা সাপেক্ষে অক্টোবর মাসের ১৫ তারিখ (শনিবার) ৩য় মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে৷ তবে গত ০৪ অক্টোবর ২০২২ তারিখে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে বেশ কিছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকের অনুরোধের প্রেক্ষিতে ১ম মনোনয়নে মনোনীত শিক্ষার্থীদের প্রথম কিস্তির টাকা জমার তারিখ আজ ০৬ অক্টোবর ২০২২ রাত ১১:৫৯ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিলো। 

০৬ অক্টোবর ২০২২ এর মধ্যে যারা টাকা জমা দেয়নি বলে পাওয়া যাবে তাদের আসন শুণ্য ঘোষনা করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, যারা ভর্তি নিশ্চায়ন করেনি তাদের আসন শূণ্য ধরেই ২য় মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে। 

প্রসঙ্গত, এরআগে গত ১২ আগস্ট বিজ্ঞান অনুষদ, ১৯ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ২৬ আগস্ট বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পরীক্ষায় উত্তীর্ণ ও মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরাই পরবর্তীতে কলেজ ও বিষয় পছন্দ ফরম পূরণের সুযোগ পেয়েছেন।