জাবির ‘ই’ ইউনিটের তৃতীয় মেধাতালিকা প্রকাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘ই’ ইউনিটের তৃতীয় মেধাতালিকা প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এই তালিকা প্রকাশিত হয়।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে আসন ফাঁকা সাপেক্ষে শূন্য আসনের তালিকা প্রকাশ করা হয়।
এদিকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) থেকে ২৮ সেপ্টেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন সম্পন্ন করতে হবে। আর কাগজপত্র ২৮ থেকে ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে জমা দিতে হবে।
জাবির ‘ই’ ইউনিটের ৩য় মেধাতালিকা দেখতে এখানে ক্লিক করুন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৩য় মেধাতালিকায় চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তির সময় ডাউনলোডকৃত ভর্তি ফরম সহ এসএসসি-এইচএসসি ও সমমান পরীক্ষার সনদপত্র, নম্বরপত্র এবং জাবির মেডিকেল সেন্টার কর্তৃক দেওয়া প্রত্যয়নপত্রের প্রতিটির এক কপি সংশ্লিষ্ট বিভাগীয় ডিন/সভাপতির মাধ্যমে রেজিস্ট্রার দপ্তরে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ ভর্তি হতে ব্যর্থ হলে ভর্তি বাতিলপূর্বক আসন শূন্য ঘোষণা করে পরবর্তী মেধাতালিকা প্রকাশ করা হবে।