দ্বিতীয়বারের মতো মুফতি কাজী ইব্রাহীমের মৃত্যুর গুজব
ইসলামিক বক্তা মুফতি কাজী ইব্রাহীম ইন্তেকাল করেছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকে এ ধরনের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল।
দ্বিতীয় বারের মতো মুফতি কাজী ইব্রাহীমের মৃত্যুর গুজব নিয়ে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
জানা গেছে, ইসলামিক বক্তা মুফতি কাজী ইব্রাহীম ইন্তেকাল করার আলোচিত দাবিটি সঠিক নয়। বর্তমানে তিনি সুস্থ অবস্থায় আছেন।
আলোচিত দাবিটির সত্যতা যাচাইয়ে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে খোঁজ নিয়ে মুফতি কাজী ইব্রাহীমের মৃত্যুর বিষয়ে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে দাবিটির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে মুফতি কাজী ইব্রাহীমের ফেসবুক পেজে গিয়ে একটি স্ট্যাটাস পাওয়া যায়। সেখানে লেখা আছে, “উস্তাদ শায়খ ‘মুফতি কাজী ইব্রাহীম’ হাফিজাহুল্লাহ সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহ হুজুরকে নেক হায়াতে তাইয়েবা দান করুন (আমিন)।...... এডমিন।”
মূলত, কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই সম্পূর্ণ ভিত্তিহীনভাবে সম্প্রতি ইসলামিক বক্তা মুফতি কাজী ইব্রাহীমের মৃত্যুর একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়।
সুতরাং, ইসলামিক বক্তা মুফতি কাজী ইব্রাহীমের ইন্তেকাল করার সংবাদ দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।