অনুমতি ছাড়া হজ পালন নিয়ে যা বললেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি
হজের জন্য অনুমতি ছাড়া পবিত্র স্থানগুলোতে গমন শরিয়া এবং রাষ্ট্রীয় আইনের পরিপন্থী—এমন মন্তব্য করেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও দেশটির উলামা পরিষদের প্রধান শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ। শনিবার (৩১ মে) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন।
আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ বলেন, "অনুমতি ছাড়া হজে অংশগ্রহণ শুধু শরিয়াবিরোধীই নয়, বরং তা একটি গুরুতর আইন লঙ্ঘন। এটি জনশৃঙ্খলা ও নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলে, যা জনস্বার্থবিরোধী ও অনুচিত কাজ।"
গ্র্যান্ড মুফতি আরও বলেন, "সরকার অনুমোদিত নির্দেশনা ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করা শরিয়া নীতির বিরুদ্ধেও পড়ে। এটা কেবল আইন অমান্য নয়, বরং ধর্মীয় দায়িত্ব এড়িয়ে যাওয়ার শামিল।"
তিনি হাজিদের প্রতি আহ্বান জানান যেন সবাই যথাযথ নিয়ম-কানুন মেনে, সরকারের অনুমতি নিয়ে হজ পালন করেন এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করেন। তাঁর মতে, বিশ্বের লাখো মুসলমান যখন একই স্থানে জমায়েত হন, তখন রোগ প্রতিরোধ ও জনস্বাস্থ্য রক্ষা করাও একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় দায়িত্ব।
বিবৃতির শেষভাগে শায়খ আবদুল আজিজ সৌদি সরকারের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং আল্লাহর মেহমানদের নিরাপত্তা ও সুস্বাস্থ্যের জন্য দোয়া করেন।