২২ অক্টোবর ২০২১, ২০:৩৬
এশিয়ার সেরা ১০০ প্রতিভাবান তরুণের মধ্যে দশ বাংলাদেশি
এবছর এশিয়ার সেরা ১০০ জন প্রতিভাবান তরুণকে স্বীকৃতি দেয়া হয়ছে। যার মধ্যে ১০ জন রয়েছে বাংলাদেশি। এশিয়া ইয়াং ট্যালেন্ট অ্যাওয়ার্ড নামে এই স্বীকৃতি ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণদের স্বীকৃতি দেওয়া হয় যারা নিজ নিজ দেশের লোকদের অনুপ্রাণিত করে, প্রভাবিত করে।
৯০০টিরও বেশি মনোনয়ন প্রত্যাশী থেকে শীর্ষ ১০০ জন প্রতিভাবান তরুণদের উৎসাহমুলক গল্প এবং তাদের নিজ নিজ ক্ষেত্রে অবদানের কারণে নির্বাচিত করা হয়েছে।
বাংলাদেশ থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- মোহাম্মদ শাফিন আরশাদ, জিসান রেহমান, সাফা জাহাঙ্গীর, সাদী মুহাম্মদ তামিম, এএসএম আশিকুর রহমান, নুজহাত ফাতিমা ফারুক, মেহরিন লায়লা, সানজিদা হক, রাফেদ এলাহী চৌধুরী ও সুব্রিনা হাবিব।