যুক্তরাজ্যের সর্বকনিষ্ঠ প্রধান শিক্ষক বাংলাদেশি তরুণী

  © সংগৃহীত

যুক্তরাজ্যের সর্বকনিষ্ঠ প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তাহমিনা বেগম। ৩৩ বছর বয়সে তিনি এই গৌরব অর্জন করলেন। তাহমিনা বর্তমানে পূর্ব লন্ডনের ফরেস্ট গেট সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক।

একাডেমিক টিউটর হিসেবে ক্যারিয়ার শুরু করেন পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে স্যার জন কাস সেকেন্ডারি স্কুলে। এরপর ফরেস্ট গেট স্কুলে ইংরেজির সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব নেন।

২০১৭ সালে ইংরেজির ইনচার্জ হিসেবে সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে ডেপুটি হেড ইনচার্জ এবং বর্তমানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। ছোটবেলা থেকেই তিনি শিক্ষক হওয়ার স্বপ্ন লালন করে আসছেন। শিক্ষকতাকে ভাবতেন মহৎ পেশা হিসেবে।

অবশেষে কনিষ্ঠতম প্রধান শিক্ষকের মর্যাদায় ভূষিত হয়ে দারুণ উচ্ছসিত তাহমিনা। তিনি বলেন, শিক্ষকতাকে বরাবরই উপভোগ করি। করোনা মহামারি কাটিয়ে আবার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, আবার মন ভরে শিক্ষার্থীদের ‘গুড মর্নিং’ বলবেন- এমনটাই প্র্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।


সর্বশেষ সংবাদ