২৬ জানুয়ারি ২০২১, ১৭:০৯

থিসিসে আন্তর্জাতিক পুরস্কার পেলেন ঢাবি ছাত্রী সাজিয়া

সাজিয়া মেহনাজ ও ঢাবি লোগো  © ফাইল ফটো

দক্ষিণ কোরিয়ার ইনচিওন ন্যাশনাল ইউনিভার্সিটির ‘আউটস্ট্যান্ডিং করপাস থিসিস অ্যাওয়ার্ড’ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সাজিয়া মেহনাজ।

২০২০ সালে সাজিয়ার মাস্টার্স পর্যায়ে ‘কগনিটিভ চ্যালেঞ্জ অব অ্যনাফোরা: অ্য স্টাডি অন বাংলা প্রনোমিনাল এক্সপ্রেশন’ (Cognitive Challenges Of Anaphora: A Study On Bangla Pronominal Expressions) শীর্ষক থিসিসের জন্য তিনি এই অ্যাওয়ার্ডের আন্তর্জাতিক ক্যাটাগরিতে মনোনীত হন।

ইনচিওন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব করপাস রিসার্চ ২০২০ সালের জন্য আন্তর্জাতিক ক্যাটাগরিতে মাস্টার্স পর্যায়ে সাজিয়া মেহনাজের সঙ্গে আরও দু’জনকে থিসিস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করেছেন। তারা হলেন, যুক্তরাষ্ট্রের ব্রান্ডিজ ইউনিভার্সিটের ইলিনা এলভারেজ-মেলাডো এবং জার্মানির ইউনিভার্সিটি অব ফ্রেইবোর্গ-এর মিরিয়াম নিউহাউসেন।

সাজিয়া মেহনাজের মাস্টার্স থিসিসের সুপারভাইজার ছিলেন ঢাবির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৈয়দ শাহরিয়ার রহমান। ২০২০ সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষায় প্রথম শ্রেণিতে দ্বিতীয় হন সাজিয়া।

ঢাবির ভাষাবিজ্ঞান বিভাগ থেকে করপাস নিয়ে কোনো থিসিসের এটাই প্রথম কোনো আন্তর্জাতিক স্বীকৃতি লাভ।