বলিভিয়া

ক্রীড়া উপমন্ত্রী হলেন ১৯ বছর বয়সী নারী ফুটবলার

সিয়েলো ভিজাগা
সিয়েলো ভিজাগা  © সংগৃহীত

বলিভিয়া নারী যুব দলের মাত্র ১৯ বছর বয়সী সিয়েলো ভিজাগা নামে এক ফুটবলারকে দেশটির ক্রীড়া উপমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। বয়সভিত্তিক বিভিন্ন পর্যায়ে বলিভিয়ার প্রতিনিধিত্ব করেছেন তিনি। গত শুক্রবারে তার শপথপাঠ করা হয়।

দেশটিতে ক্ষমতায় থাকা মুভমেন্ট ফর সোশ্যালিজম (এমএএস) পার্টির হয়ে এই দায়িত্ব নিয়েছেন ভিজাগা। দেশের ক্রীড়াঙ্গনের অবস্থার উন্নতির জন্য প্রেসিডেন্ট লুইস আর্সের নেয়া একাধিক সিদ্ধান্তের মধ্যে এটিও একটি। দায়িত্ব পেয়েই দেশের তরুণ ক্রীড়াবিদদের জন্য কাজ করার ঘোষণা দিয়েছেন উপমন্ত্রী সিয়েলো ভিজাগা।

নিজের প্রথম ভাষণে ভিজাগা বলেন, যে কোনো মহামারির বিরুদ্ধে খেলাধুলা সেরা ওষুধ। কোনো দেশকে একত্রিত করারও এটি সেরা রেসিপি।

ক্রীড়া জগতের সঙ্গে রাজনীতির সম্পর্কটা নতুন নয়। সাধারণত দেখা যায় ক্যারিয়ারের শেষেই রাজনীতিতে যোগ দিচ্ছেন খেলোয়াড়েরা। কিন্তু ১৯ বছর বয়সেই কোনো খেলোয়াড়ের রাজনীতিতে ঢুকে যাওয়া, তা-ও আবার দেশের ক্রীড়া মন্ত্রণালয়ের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত দেশটির ক্রীড়া সংশ্লিষ্টরা।


সর্বশেষ সংবাদ