নিউইয়র্কে করোনা সম্মাননা পেলেন বাংলাদেশি শহীদুল

  © সংগৃহীত

আমেরিকার নিউইয়র্কে করোনা সম্মাননা পেয়েছেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভলপমেন্টের প্রেসিডেন্ট বাংলাদেশি শাহ্ শহীদুল হক (সাঈদ)। গত মার্চ থেকে এ পর্যন্ত কুইন্সের জ্যামাইকা, জ্যাকসন হাইটস সিটিতে নিরলস কাজের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশি শহীদুল এ পর্যন্ত প্রায় ডজনখানেক অ্যাওয়ার্ড, প্রোক্লেমেশন, সাইটেশন, সার্টিফিকেট অব অনার পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য, সাবেক সিনেটর হিলারি ক্লিনটন, প্রাক্তন কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলির কাছ থেকে পাওয়া পুরস্কার।

সর্বশেষ অ্যাওয়ার্ড অব চ্যাম্পিয়ন কোভিড-১৯ সম্মানে ভূষিত হলেন শাহ্ শহীদুল হক (সাঈদ)। এ সম্মান প্রদান করেছেন নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক ১৯ এর অ্যাসেম্বলিওমেন মিস ক্যাটলীনা ক্রুজ। সাবেক স্থায়ী প্রতিনিধি ইউনাইটেড নেশন অব বাংলাদেশ এবং পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন তাকে সম্মাননা সার্টিফিকেট দিয়েছেন।

প্রসঙ্গত, গত ৭ নভেম্বর বিকেল ৫টায় ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলমেন্টের উদ্যোগে ক্ষুধার্ত মানুষের মধ্যে খাদ্য দ্রব্য এবং মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্টেট সিনেটর জেসিকা রামোসসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।


সর্বশেষ সংবাদ