১৬ অক্টোবর ২০১৮, ১৭:৫৭

সাহিত্যে অবদানের স্বীকৃতি পেল গ্রিন ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী

মঞ্চে অতিথিদের সঙ্গে সংবর্ধিত দুই গুণী শিক্ষার্থী

সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দুই গুণী শিক্ষার্থীকে সম্মাননা দিয়েছে গ্রিন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি অডিটোরিয়ামে অনুষ্ঠানে আড়ম্বপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের সম্মানিত করা হয়। সম্মান পাওয়া শিক্ষার্থীরা হলেন- ঔপন্যাসিক মল্লিক মফিজুল ইসলাম ও কবি খালিদ হাসান ঋভু।

ইংরেজি বিভাগীয় চেয়ারম্যান কে এম ওয়াজেদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

তারা বলেন, কর্মের মাধ্যমেই মানুষ পৃথিবীতে বেঁচে থাকে। বিন্দু বিন্দু কাজের মাধ্যমে তারা নিজেরা যেমন উজ্জ্বল হয়, তেমনি দেশও হয় মহিমান্বিত। সাহিত্যে অবদান এ ক্ষেত্রে বড় নিয়ামক হতে পারে। সংবর্ধিত দুই গুণীকে গ্রিন ইউনিভার্সিটির গর্ব হিসেবে আখ্যা দেন তারা।

প্রসঙ্গত, উপন্যাস ও গল্পের বই লিখে ইতোমধ্যে তরুন লেখকদের মধ্যে জায়গা করে নিয়েছে সংবর্ধনাপ্রাপ্ত মল্লিক মফিজুল ও খালিদ হাসান। এই প্রেক্ষিতেই বিভাগ তাদের সম্মানিত করে।