‘এমার্জিং আর্লি ক্যারিয়ার রিসার্চার’ আন্তর্জাতিক পুরস্কার পেলেন গবেষক সিজার
- টিডিসি রিপোর্ট:
- প্রকাশ: ২৯ জুন ২০১৮, ১০:০২ PM , আপডেট: ২৯ জুন ২০১৮, ১০:০২ PM
গৌরবময় ‘এমার্জিং আর্লি ক্যারিয়ার রিসার্চার’ পুরস্কার পেলেন বাংলাদেশের গবেষক মোবাশ্বার হাসান সিজার। গ্লোবাল স্টাডিজ এবার বিশ্বের নয় জন প্রখ্যাত শিক্ষক-গবেষককে মর্যাদাপূর্ণ ‘এমার্জিং স্কলারস’ পুরষ্কারে ভূষিত করেছে। এদের মধ্যে শুধু সিজারই ‘এমার্জিং আর্লি ক্যারিয়ার রিসার্চার’ বা ক্যারিয়ার প্রারম্ভে উদীয়মান গবেষক হিসেবে সম্মানিত হলেন এবার। আগের বছরের জুলাই মাসে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরে অনুষ্ঠিত ১০ম গ্লোবাল স্টাডিস সম্মেলনে ‘এমার্জিং স্কলারস’ পুরষ্কারে ভূষিত হন তিনি। পরপর দুই বছর দু’টি ক্যাটাগরিতে এই পুরষ্কার পেলেন ড. সিজার।
এর আগে ‘বাংলাদেশে ইসলামী মতাদর্শ, আইনের শাসন, গণতন্ত্র ও রাজনীতি’র ওপর ড. সিজারের গবেষণা কর্মটি অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, সেজ, টেইলর অ্যান্ড ফ্রান্সিস, হার্ভার্ড ইউনিভার্সিটি এশিয়া সেন্টার অ্যান্ড উইলিসহ বিশ্বের প্রথম সারির একাডেমিক প্রশাসনা প্রতিষ্ঠানে প্রকাশিত হয়।
বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সাবেক সহকারী অধ্যাপক ড. সিজার বর্তমানে নরওয়ের অসলো ইউনিভার্সিটির সংস্কৃতি অধ্যয়ন ও প্রাচ্য ভাষা বিভাগের ‘পোস্ট ডক্টরাল ফেলো’। আট মাস আগে নিজ দেশের রাজধানী ঢাকা থেকে গুম হওয়া সিজার পুরস্কারটি জিতে বিশ্বে তাক লাগিয়ে দিয়েছেন। গর্বিত করেছেন দেশকে।
‘বাংলাদেশে ধর্ম ও রাজনীতি’র ওপর ২০১৬ সালে অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটি থেকে থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন মোবাশ্বার হাসান সিজার। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের ইউনির্ভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলে, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সান দিয়েগোর ক্রক স্কুল অব পিস এবং অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ান পলিটিক্যাল স্টাডি অ্যাসোসিয়েশন থেকে গবেষণা এবং শান্তি ও সংঘর্ষ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। বাংলাদেশের রাজনীতি ও আইনের শাসনের ওপর ড. সিজারের বিশেষজ্ঞ মতামত বিবিসি বাংলা (টিভি ও রেডিও), যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেল ‘এমএসএন’, যুক্তরাজ্যের গার্ডিয়ান, সৌদি গেজেট, ডেইলি মেইল, চায়না পোস্ট, ভারতের এনডিটিভি, পাকিস্তাসের দ্যা ডন সহ বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে প্রচারিত হয়েছে।
এর আগে সাংবাদিক ও জনসংযোগ কৌশলবিদ হিসেবে কাজ করেছেন ড. সিজার। জাতীয় রাজস্ব বোর্ড, বর্তমান সরকারের আমলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়, অক্সফামে পিআর এবং কমিউনিকেশন সেবা প্রদান করেছেন তিনি। তিনি আন্তর্জাতিক সাইট www.alochonaa.com এর প্রতিষ্ঠাতা। এই সাইটে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের লেখক, একাডেমিক এবং রাজনীতিবিদরা সম্পৃক্ত রয়েছেন।