বেরোবিতে রাজশাহী জেলা সমিতির কুইজ প্রতিযোগিতা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রাজশাহী জেলা সমিতি এক উন্মুক্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। শনিবার প্রায় শতাধিক বেরোবি শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। এক ঘন্টায় আশি নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর প্রদান করতে হয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের।
আয়োজকরা জানান, ১২ অক্টোবর পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। ২৭ অক্টোবর আরেকটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ওইদিন এবাবের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। রাজশাহী জেলা সমিতির পক্ষ থেকে এ কুইজ প্রতিযোগিতা আয়োজন করার মূল উদ্দেশ্য হলো- মেধা যাচাইয়ে।নিজের যোগ্যতাকে তুলে ধরতে সুযোগ সৃষ্টি করা।
কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা সমিতির সভাপতি রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. মাইনুল ইসলাম এবং সাধারন সম্পাদক ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মো. আব্দুর রউফ। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ
{{home_title}}

আন্তঃমেডিকেল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সিএমওএসএইচএমসি

গোলাম মাওলা রনিকে ‘পল্টিবাজ’ আখ্যা দিয়ে একহাত নিলেন সায়ের

কখন হবে ডাকসু প্যানেল, তারেক রহমানের দিকে তাকিয়ে ছাত্রদল

ঢাবির বেশির ভাগ ছাত্রী পর্দা করে না, যারা লিবারেল, আমি তাদের প্রতিনিধি
