নিজ শিক্ষার্থীরাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন: উপাচার্য
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেছেন, এখন থেকে প্রতিটি বিভাগে আমাদের মেধাবী শিক্ষার্থীরা যোগ্যতার ভিত্তিতে শিক্ষক হবেন। শিক্ষক হতে হলে তাদের যোগ্যতা প্রমাণ করতে হবে। যখন নিয়োগ পরীক্ষার ভাইবা বোর্ডে বিশেষজ্ঞ প্রশ্ন করবেন তখন সুন্দরভাবে সঠিক উত্তর দিতে হবে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আরও বলেন, আমরা যখন বোর্ডে থাকবো তখন যেনো গর্ব করে বলতে পারি, সে আমাদের শিক্ষার্থী। শুধু বিশ্ববিদ্যালয়ে নয় বাংলাদেশের যেকোনো প্রতিষ্ঠানে নিজেদের যোগ্যতার জায়গাগুলো যেন সুদৃঢ় করা যায়, সে চেষ্টা করতে হবে।
আরো পড়ুন: প্রভাষক নিয়োগ দেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-২০১৯ সেশনের স্নাতক (সম্মান) শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের অনুষ্ঠানে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। বিভাগের চেয়ারম্যান শাহাদাত হোসাইনের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।