ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু দুপুরে

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়   © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে। যা আগামী ১৯ অক্টোবর পর্যন্ত চলবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মঙ্গলবার সারাদেশে একযোগে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষা গত ১৯ জুলাইয়ের প্রকাশিত সংশোধিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে, যা চলবে ১৯ অক্টোবর পর্যন্ত।’

এতে বলা হয়, ‘এ পরীক্ষায় সারাদেশে ৭১১টি কেন্দ্রে ১ হাজার ৮৭৯টি কলেজের প্রায় ২ লাখ পরীক্ষার্থী অংশ নেবেন। পরীক্ষা শুরুর সময় দুপুর ১টা ৩০ মিনিট। পরীক্ষার যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে।’

আরও পড়ুন : শাবিপ্রবিতে ভর্তিতে যত শর্তের সম্ভাবনা

এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে কন্ট্রোল রুম খোলা হয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে ০২-৯৯৬৬৯১৫১৭ এবং ০২-৯৯৬৬৯১৫৩৮ নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করা যাচ্ছে।


সর্বশেষ সংবাদ