কুবির অনুষদ ও বিভাগভিত্তিক আসন সংখ্যা কত?
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কুমিল্লা জেলায় অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকা-চট্টগ্রাম বিশ্বরোডের পশ্চিম পাশে এবং কুমিল্লা শহর থেকে প্রায় ৯ কি.মি. পশ্চিমে অবস্থিত। এটি ময়নামতির শালবন বিহার নামক স্থানে ২৪৪ দশমিক ১৫ একর জায়গা জুড়ে নির্মিত। এর পাশেই রয়েছে শালবন বিহার, কুমিল্লা ক্যাডেট কলেজ।
প্রতিষ্ঠাকালে বিশ্ববিদ্যালয়টির মাত্র ৭টি বিভাগ ছিল। বর্তমানে ৬টি অনুষদের অধীনে মোট ১৯টি বিভাগ চালু রয়েছে। জেনে নেওয়া যাক, কুবির বিভিন্ন অনুষদের বিভাগের আসনসংখ্যা সম্পর্কে….
বিভাগ
|
বিভিন্ন গ্রুপের জন্য নির্ধারিত আসন সংখ্যা |
|||
বিজ্ঞান |
বাণিজ্য |
মানবিক |
আসন সংখ্যা |
|
গণিত |
৬০ |
--- |
--- |
৬০ |
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং |
৫০ |
--- |
--- |
৫০ |
ইনফরমেশন এন্ড কমোনিকেশন টেকনোলজি |
৫০ |
--- |
--- |
৫০ |
পদার্থবিজ্ঞান |
৫০ |
--- |
--- |
৫০ |
রসায়ন |
৫০ |
--- |
--- |
৫০ |
পরিসংখ্যান |
৫০ |
--- |
--- |
৫০ |
ফার্মেসী |
৪০ |
--- |
--- |
৪০ |
উপ-মোট |
৩৫০ |
--- |
--- |
৩৫০ |
বিভাগ
|
বিভিন্ন গ্রুপের জন্য নির্ধারিত আসন সংখ্যা |
|||
বিজ্ঞান |
মানবিক |
বাণিজ্য |
আসন সংখ্যা |
|
ইংরেজি |
১৮ |
৩১ |
১১ |
৬০ |
অর্থনীতি |
৩৪ |
১৯ |
০৭ |
৬০ |
লোক প্রশাসন |
০৮ |
৪৫ |
০৭ |
৬০ |
নৃবিজ্ঞান |
১৯ |
৩৫ |
০৬ |
৬০ |
বাংলা |
১২ |
৪১ |
০৭ |
৬০ |
প্রত্নতত্ত |
২০ |
২৬ |
০৪ |
৫০ |
গণযোগাযোগ ও সাংবাদিকতা |
১৫ |
৩০ |
০৫ |
৫০ |
আইন |
১৫ |
৩০ |
০৫ |
৫০ |
উপ-মোট |
১৪১ |
২৫৭ |
৫২ |
৪৫০ |
বিভাগ
|
বিভিন্ন গ্রুপের জন্য নির্ধারিত আসন সংখ্যা |
|||
বিজ্ঞান |
মানবিক |
বাণিজ্য |
আসন সংখ্যা |
|
ব্যবস্থাপনা শিক্ষা |
০৬ |
০৪ |
৫০ |
৬০ |
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস |
০৬ |
০৪ |
৫০ |
৬০ |
মার্কেটিং |
০৬ |
০৪ |
৫০ |
৬০ |
ফিন্যান্স এন্ড ব্যাংকিং |
০৬ |
০৪ |
৫০ |
৬০ |
উপ-মোট |
২৪ |
১৬ |
২০০ |
২৪০ |