হল ও বাসসহ ৪ দফা দাবিতে মানববন্ধন করবে বাঙলা কলেজের শিক্ষার্থীরা
সরকারি বাঙলা কলেজে ৪ দফা দাবিতে মানববন্ধনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। কলেজটিতে হল বৃদ্ধিসহ ও বাস ব্যবস্থা করার জন্য দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষকে জানালেও কাজে আসেনি। বারবার আশ্বাস পেলেও হল কিংবা বাস কোনটি পায়নি শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীরা মানববন্ধনের সিদ্ধান্ত নিলেও এখনো তারিখ ঘোষণা করেনি।
সাম্প্রতিক সময়ে তিতুমীর কলেজের পুলে নতুন আরও চারটি বাস যোগ হওয়াতে বাঙলা কলেজ শিক্ষার্থীরা বলছে, বাঙলা কলেজের ৬ বছর পর তিতুমীর কলেজ প্রতিষ্ঠিত হয়েছে তবুও সব দিক থেকে কীভাবে এগিয়ে যাচ্ছে। তিতুমীর কলেজকে কেন ফলো করছে না বাঙলা কলেজ প্রশাসন। কলেজ কর্তৃপক্ষের আশ্বাসের দীর্ঘ সময় পার হলেও শিক্ষার্থীদের জন্য কেন শিক্ষার্থীবান্ধব কোন সিদ্ধান্ত আসছে না এমন প্রশ্ন করছে ছাত্র-ছাত্রীরা।
আসন্ন মানববন্ধন এর মূল বিষয়গুলো হবে,
১. মেয়েদের হল নির্মাণ করতে হবে
২. ক্যান্টিন নির্মাণ করতে হবে
৩.বাসের ব্যবস্থা করতে হবে
৪.ক্যাম্পাসের লেকটিকে স্থায়ীভাবে পরিষ্কার করে পরিবেশ বান্ধব এবং ব্যবহার উপযোগী করতে হবে।
আরও পড়ুন: রাবি ও গুচ্ছে প্রথম-দ্বিতীয় হলেন একই কলেজের দুই শিক্ষার্থী
সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মারুফ আহমেদ এক পোস্টে ৪ দফা প্রকাশ করে বলেন, ‘এর আগে আমাদের অনেক আশ্বাস দেয়া হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আমাদের সরকারি বাঙলা কলেজ অনেক অনেক পিছিয়ে। আমরা প্রতিদিন এগুলো নিয়ে আন্দোলন মানববন্ধন করতে চাই না। আমরা চাই স্থায়ী সমাধান। শিক্ষার্থীদের পাশে থেকে সাধারণ শিক্ষার্থীদের দাবীগুলো পূরণ করে এবার ঘরে ফিরবো ইনশাআল্লাহ্। সেজন্য সকল শিক্ষার্থীদের পাশে চাই।’
এর আগেও বাঙলা কলেজের নানা সমস্যায় এই শিক্ষার্থী একাধিক মানববন্ধন করেছেন। আর তার পোস্টে শতাধিক কমেন্ট পড়েছে মুহুর্তেই, তাতে শিক্ষার্থীরা দ্রুত মানববন্ধন করতে আগ্রহ প্রকাশ করেছে।
সজীব ফরাজি নামে এক শিক্ষার্থী বলেছেন, সেই ২০১৯ সালে কলেজ এসেছি। তখন থেকে প্রতি বছর নবীন বরণ অনুষ্ঠানে আশ্বাস পেয়েছি বাস সংকট , ক্যান্টিন নির্মাণ, মেয়েদের হলের কাজ দ্রুত করা হবে। কিন্তু বাস্তব তার উল্টে, বাস্তবায়ন কিছুই হয়নি। আফসোস ২৫ একর জায়গা আছে কিন্তু এই সঠিক বাস্তবায়ন নাই। বর্তমানে অধ্যক্ষ ম্যামের কাছে দাবি এই সমস্যার প্রতিকার চাই,চাই বাস্তবায়ন, চাই আধুনিক বাঙলা কলেজ।