শোক দিবসে দিনব্যাপী ঢাকা কলেজের সাত কর্মসূচি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও ‘জাতীয় শোক দিবস-২০২২' উপলক্ষে দিনব্যাপী সাত কর্মসূচি পালন করবে ঢাকা কলেজ। রোববার (১৪ আগস্ট) এ কর্মসূচির ঘোষণা দেন জাতীয় শোক দিবস-২০২২ উদযাপন কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস।
অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস জানান, শিক্ষার্থীদের বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সম্পর্কে জানাতে ইতোমধ্যেই উচ্চ মাধ্যমিক ও স্নাতক-স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কবিতা আবৃত্তি, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আর ১৫ আগস্ট (সোমবার) জাতীয় শোক দিবসে কলেজে পর্যায়ক্রমে সাতটি কর্মসূচি পালিত হবে। সেগুলো হলো—
১. সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ।
২. বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ-
ক) ঢাকা কলেজ ক্যাম্পাসে সকাল সাড়ে সাতটায়।
খ) ধানমন্ডি ৩২ নম্বরে সকাল এগারোটায়।
৩. সকাল সাড়ে আটটায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী।
৪. সকাল নয়টায় শেখ রাসেল দেয়ালিকা প্রদর্শনী।
৫. ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত ও প্রার্থনা।
ক) বাদ যোহর ঢাকা কলেজ জামে মসজিদে দোয়া-মোনাজাত।
খ) সন্ধ্যা সাড়ে সাতটায় পশ্চিম ছাত্রাবাসের উপাসনালয় প্রার্থনা।
৬. বিকেল তিনটায় বঙ্গমাতাসহ শাহাদত বরণকারী বঙ্গবন্ধুর পরিবারবর্গের সমাধিতে (বনানী কবরস্থান) শ্রদ্ধা নিবেদন।
৭. কলেজের শহিদ আ.ন.ম নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়াম আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী। (তারিখ ও সময় পরবর্তীতে নির্ধারণ করা হবে)