অটোরিকশা পরিবর্তন করায় কুবি শিক্ষার্থীকে মারধর
এক অটোরিকশা থেকে অন্য অটোরিকশায় উঠাকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে রবিউল নামের এক চালকের বিরুদ্ধে। রবিবার (১৪ আগস্ট) বেলা ১২টার দিকে জেলার কোটবাড়িতে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষর্থীর নাম আব্বাস উদ্দিন। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আব্বাস উদ্দিন বিশ্ববিদ্যালয়ে আসার জন্য কোটবাড়ির অটোরিকশা স্ট্যান্ড থেকে একটি অটোরিকশায় ওঠে। কিন্তু দেরি হয়ে যাওয়ায় সে ওই অটোরিকশা থেকে নেমে চলতি অটোরিকশায় উঠায়, স্ট্যান্ডের অটোরিকশা চালক তাকে মারধর করে।
আরও পড়ুন: ঠিকাদারি দাবি করে কুবি ভিসির গাড়ি আটকে দিলো ছাত্রলীগ নেতারা।
ভুক্তভোগী শিক্ষার্থী আব্বাস উদ্দিন বলেন, আমার ক্লাসের দেরি হয়ে যাওয়ায় আমি তার অটো থেকে নেমে রানিং একটা অটোতে উঠি। তখন সে আমার সাথে বাজে ব্যবহার করলে আমি প্রতিবাদ করি এতে সে ক্ষিপ্ত হয়ে তার হাতের চাবি দিয়ে আমাকে মারধর করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আমি ঘটনা শুনেছি এবং অতিদ্রুত এর জন্য পদক্ষেপ নিচ্ছি।
কোটবাড়ি থানার এসআই মাহবুবুর রহমান বলেন, আমরা অপরাধীকে ধরার চেষ্টা করতেছি।