রংপুর ক্যান্টনমেন্টের নিখোঁজ দুই শিক্ষার্থী ঢাকা থেকে উদ্ধার
নিখোঁজের ১২ দিন পর সন্ধান মিলল রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী আদহাম আলী সামি ও আলভী বিন আব্দুল্লাহর। তাদের রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকা থেকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে সামির বাবা সেকেন্দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
সেকেন্দার আলী জানান, এদিন সকাল ১০টার দিকে সামী তার মা আছমা বেগমকে অপরিচিত নম্বর থেকে ফোন করে। অনেক দিন বাসায় কথা বলতে না পেরে তার মন খারাপ বলে জানায়। সঙ্গে সঙ্গে তথ্য থানায় জানানো হলে ফোন ট্রাক করে হেফাজতে নিতে সক্ষম হয় পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আবু মারুফ হোসেন বলেন, বাসা থেকে জানানোর সঙ্গে সঙ্গেই উদ্ধারে নামে পুলিশ। পরে ঢাকার খিলক্ষেত থেকে তাদের উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: নিখোঁজের ৮ দিনেও সন্ধান মেলেনি রংপুর ক্যান্টনমেন্টের দুই শিক্ষার্থীর
সামীর বাবা সেকেন্দার আলী বলেন, পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার কারণে পরিবারের কাউকে যেন অপমানিত হতে না হয় সেই ভয়ে তারা বাসা ত্যাগ করে। পরে তারা ঢাকায় তিলখেতের এক ম্যাচে অবস্থান নেন। বর্তমানে তারা বাসায় অবস্থান করছেন।
এর আগে, গত ৩১ জুলাই রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির দুই শিক্ষার্থী মো. আদহাম আল-সামী এবং তার বন্ধু আলাভী বিন আব্দুল্লাহ নিখোঁজ হন। সামীর পরিবারের সদস্যরা বলেন, যাওয়ার সময় কোনো বই খাতা নিয়ে যায়নি সে। তবে ব্যাগে করে জামা-কাপড় নিয়ে যায় সামী।
এদিকে আলাভীর পরিবারের সদস্যরা বলেন, বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় একটি চিরকুট লিখে চলে যায় সে। তাতে লেখা আছে, তার জন্য পরিবারের কাউকে আর অপমানিত হতে হবে না। নিখোঁজের পরদিনই আদহামের বাবা সেকেন্দার আলী ও আলাভীর বাবা ডা. আব্দুল্লাহ আল মাসুদ রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন।