কুবিতে মেগা প্রকল্পের নির্ধারিত এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা
বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের জন্য নির্ধারিত এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. কামরুল আহসান রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার মো. কামরুল আহসান রুবেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের কাজ সুচারুরূপে সম্পাদনের জন্য এবং নিরাপত্তা স্বার্থে প্রকল্প এলাকায় সর্বসাধারণের প্রবেশ সীমিত করা হয়েছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর অনুমতি ব্যতীত প্রকল্প এলাকায় প্রবেশ না করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়।’
আরও পড়ুন : বিলবোর্ড ভেঙে পড়ে গুরুতর আহত জবি ছাত্রী
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. কামরুল আহসান রুবেল বলেন, ‘প্রকল্প চলাকালীন ওই এলাকায় সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় হয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে তখন প্রবেশ করতে পারবেন।’