নজরুল বিশ্ববিদ্যালয় ও ডাউন টাউন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

 সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান   © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও ভারতের আসাম ডাউন টাউন বিশ্ববিদ্যালয়ের মধ্যে আজ বৃহস্পতিবার (০৪ আগস্ট ২০২২) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 

নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর ও আসাম ডাউন টাউন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নারায়ণ চন্দ্র তালুকদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। 

ভাইস-চ্যান্সেলরের কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, ডাউন টাউন বিশ্ববিদ্যালয়ের ডিন ড. মৃন্ময় বসাক, নজরুল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম উপস্থিত ছিলেন। 

এই সমঝোতা স্মারকের আওতায় দুই বিশ্ববিদ্যালয় নিজেদের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, তরুণ গ্রাজুয়েটদের ইন্টার্নশিপের ব্যবস্থা, গবেষণা কার্যক্রম পরিচালনা, এম.ফিল ও পি.এইচ.ডি. গবেষণার ক্ষেত্রে যৌথভাবে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দ্বারা গবেষক তত্ত্বাবধায়ক হওয়া, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদানসহ নানা সুযোগ সুবিধা রাখা হয়েছে।

আরও পড়ুন: জাবির ডি ইউনিটে পাসের হার ৫৯.১৬ শতাংশ

নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য ডাউন টাউন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। 

তিনি বলেন, এই সমঝোতা স্মারকের আওতায় দুটো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক ও শিক্ষার্থীগণ যৌথভাবে কাজ করার সুযোগ পাবেন এবং পরস্পরের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করতে পারবেন। ভবিষ্যতে দেশের বাইরে অন্যান্য গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও প্রাসঙ্গিক সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করা হবে।

আসাম ডাউন টাউন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নারায়ণ চন্দ্র তালুকদার নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করে বলেন, এতে তাঁর বিশ্ববিদ্যালয় সার্বিকভাবে লাভবান হবে।


সর্বশেষ সংবাদ