ইবিতে রাত ১১টার মধ্যে হলের গেট বন্ধের নির্দেশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘হলের গেট রাত ১১টার মধ্যে বন্ধ করে দেওয়া হবে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বুধবার (২৭ জুলাই) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘হলের প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক হলের মেইন গেট রাত ১১টার মধ্যে বন্ধ করে দেওয়া হবে। শিক্ষার্থীদের এই আদেশ মেনে চলার নির্দেশ দেওয়া হলো। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘রাত ১১টায় হল বন্ধের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে শিক্ষার্থীদের মাঝে আলোচনা-সমালোচনোর ঝড় ওঠে। এমন সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি বলে মন্তব্য করছেন শিক্ষার্থীরা।’
এ ব্যাপারে রফিকুল ইসলাম নামে এক শিক্ষার্থী জানান, ‘হলের গেট বন্ধ না করে নিরাপত্তা জোরদার করা দরকার। তাহলেই এর সফলতা মিলবে। এ রকম সিদ্ধান্ত নিয়ে আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে।’